নদীতে তলিয়ে গেল কিশোর। শুক্রবার (১৩ অক্টোবর ) বাড়ির পাশে বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয় সাগর সিংহ (১৮) নামের এক কিশোর। ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের কাছাড়জেলার লক্ষীপুরের বিন্নাকান্দিঘাট ২য় খন্ডে।
জানা যায়, বিজিত সিংহের ছেলে সাগর এদিন বিকেলে নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় সে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে লক্ষীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ সিংহ ঘটনাস্থলে পৌঁছেন। শিলচর থেকে ছুটে এসেছে এসডিআরএফ দল। এসডিআরএফ তল্লাশি চালালেও কোনও সন্ধান পায়নি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।