বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতা রাজবাড়ির পাংশার সাংবাদিক আবুল কালাম আজাদের পিতা মহসীন আলী মিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। তিনি শনিবার ১৪ অক্টোম্বর দুপুর ১২ টায় বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতিতে পাঠিয়েছেন বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে আছর নামাজ শেষে জানাযা হবে। মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলেসহ নাতিনাতনি, আত্মীয় স্বজন রেখে গেছেন।