শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে বিরোধ নিষ্পত্তি বিষয়ক বিকল্প পন্থাসমূহ ও উপকারিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন।
সভায় আলোচক হিসাবে ছিলেন মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী
এ্যাড.খান মো: শহিদ, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী এ্যাড. ইব্রাহিম মিয়া , মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ট্রেনিং এন্ড ফিল্ড ম্যানেজার সানিয়া সুলতানা।
শরীয়তপুর সদর পৌরসভা অর্গানাইজার তাহমিনা আক্তারের সঞ্চালনায় মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী এ্যাড. খান মো: শহিদ বিরোধ নিষ্পত্তির বিকল্প পন্থাসমূহ ও উপকারিতা নিয়ে একটি প্রানবন্ত আলোচনা করেন, আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রধান অতিথি পৌর মেয়র পারভেজ রহমান জন বলেন, বিরোধ নিষ্পত্তির বিকল্প পন্থা না থাকলে বাংলাদেশে আদালত গুলোতে আরো মামলা জট লেগে থাকতো।তাই আমাদের উচিৎ প্রচার করা যে বিরোধ নিষ্পত্তি শুধু আদালতে হয় না, এর বিকল্প পন্থা ও রয়েছে যেমন সালিশী,গ্রাম্য আদালত,পৌর বোর্ড।
উক্ত মতবিনিময় সভায় শরীয়তপুর জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।