ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। মেগা এই আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয়ের পাশাপাশি বেশকিছু রেকর্ডও গড়েছে বাবর আজমের দল। তবে এসবের সাক্ষী হতে পারেননি দেশটির দর্শক ও সাংবাদিকরা। মূলত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভিসা না পাওয়ায় এখনও বিশ্বকাপে যেতে পারেননি পাকিস্তানিরা।
এবার ভারত থেকে সুখবর পেলেন পাকিস্তানের সাংবাদিকরা। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচটিতে পাকিস্তানি সাংবাদিকদের মাঠে দেখা যেতে পারে। সাংবাদিকদের ভিসাপ্রাপ্তির অগ্রগতির কথা জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির সাংবাদিকদের কল করে তাদের পাসপোর্ট জমা দেয়ার কথা বলেছে। এক্ষেত্রে যারা কল পেয়েছেন শুধু তারাই ভিসা পাবেন। সেজন্য ব্যক্তিগতভাবে সবাইকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাকিস্তানের প্রায় ৫০ জন স্বীকৃত সাংবাদিক ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এছাড়া পাকিস্তানের সমর্থকরাও যেন ভিসা পায় সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে ২০১১ বিশ্বকাপের ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে আইসিসির ১৩তম এই আসর। তবে আয়োজনে তাই কোনও রকম খামতি রাখতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই বিশ্বকাপের ওপেনিং সেরিমনি না হলেও, ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। ম্যাচের আগে ৩০ মিনিটের সে অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের বেশ কয়েকজন তারকা। গোল্ডেন টিকেট পাওয়া শচীন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন ও রজনীকান্ত হবেন এ ম্যাচের বিশেষ অতিথি। বর্ণিল এই অনুষ্ঠানে বড় চমক হিসেবে থাকছেন অরিজিৎ সিং। এমনকি দুই দেশের ক্রিকেটারদের মাঠে নিয়ে আসবে বিশ্বকাপের মাস্কট।
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণে সাড়া দিয়ে আরও আগে ভারতে যাবার কথা ছিলো পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের। তবে পাকিস্তানি সাংবাদিকরা এই ম্যাচের আগে ভিসা পাবে নিশ্চয়তা পাওয়ার পর টিকেট কেটেছেন তিনি। আজ (বৃহস্পতিবার) তার ভারতে পা রাখার কথা রয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে পুরো আহমেদাবাদ। দায়িত্বে থাকবেন ১১ হাজার নিরাপত্তাকর্মী। আহমেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন। এ ছাড়া তিনটি হিট টিম, অ্যান্টি ড্রোন ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে। বিশ্বকাপের শুরুটা জাঁকজমক করে না হলেও, ভারত-পাকিস্তানের খেলার আগে প্রি-ম্যাচ সেরিমনি দিয়ে চমক দিতে চায় বিসিসিআই।