ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশনে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল আফগানিস্তান। সেই হোঁচট সামলে হাশমতউল্লাহ শাহীদি ও রহমানউল্লাহ ওমরজাইয়ের অর্ধশতরানের জুটিতে ভর করে লড়াইয়ে ফেরার প্রানান্তকর প্রচেষ্টা চালাচ্ছে আফগানিস্তান। ২৮ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ১৩৩ রান।
২৯ রানে উইকেটের একপ্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক শাহীদি। তাকে উইকেটের ওমরজাই সঙ্গ দিচ্ছেন ৪০ রানে।
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আফগানদের চেপে ধরে ভারতের বোলাররা। তবে আফগান ব্যাটাররা দেখেশুনে ব্যাটিং করছিলেন বলে সফলতার দেখা মিলছিল না।
তবে ইনিংসের সপ্তম ওভারে ব্রেক থ্রু আসে জশপ্রিত বুমরাহর হাত ধরে। ২৮ বলে ২২ করা ইবরাহিম জাদরানকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে প্রথম উইকেটের পতন ঘটান তিনি।
আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফেরেন ২৮ বলে ২১ করে হার্দিক পান্ডিয়ার শিকার বনে।
পরের ওভারেই শার্দুল ঠাকুর ফেরান রহমত শাহকে। এতে করে ৬৩ রানেই তিন টপ অর্ডারকে হারায় আফগানরা।
এরপর দলকে এগিয়ে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন অধিনায়ক হাশমত উল্লাহ শাহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান।