আইসিসি ভারতকে সর্বদাই সুবিধা দিয়ে থাকে, এমন কথা সবসময়ই শোনা যায়। সাধারণত ভারত ছাড়া অন্য দেশের সমর্থক কিংবা ক্রিকেটাররা এমন মন্তব্য করে থাকেন। তবে এবার ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বললেন, বিশ্বকাপ জেতাতে আইসিসি ভারতকে সুযোগ করে দিচ্ছে।
ভারতের বর্তমান পেস অ্যাটাক বিশ্বে সেরাদের মধ্যে একটি। বুমরাহ, সিরাজ, শামিরা বর্তমান সময়ে সেরা পেসার হিসেবেই বিবেচিত হন। তবুও বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো স্পিনবান্ধব পিচে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক ক্রিকেটার বলেছেন, ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করছে আইসিসি।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজে মঙ্গলবার (১০ অক্টোবর) শেবাগ বলেন, ‘আইসিসি ভারতকে সাহায্য করবে। ভারতের পিচ প্রস্তুতকারকরাই পিচ তৈরি করবেন। ভারত যদি সেমিফাইনাল, ফাইনালে পৌঁছায় তাহলে ভারতের সুবিধাজনক পিচ তৈরি করা হবে। তাই আমার মনে হয়, ভারতের এবার বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে। কারণ আইসিসি জানে, ভারত জিতলে ভিউয়ারশিপ তো বটেই স্পনসরশিপ থেকেও বিরাট অর্থ পাবে।’
ভারত ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্ৰথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দেশের স্পিন সেন্টার যে ভেন্যুকে বলা হয়, সেই চেন্নাইয়ে অজিদের ধরাশায়ী করে জয় পেয়েছে ভারত। আর ভারতের স্পিন-ই শেষমেশ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কুলদীপ, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন খেলতেই পারেননি অস্ট্রেলীয় ব্যাটাররা।
অপরদিকে, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ে গড়া অজিদের পেস আক্রমণ ভারতকে নতুন বলে ব্যাকফুটে ঠেলে দিলেও কোহলি, কেএল রাহুলের জুটি চাপের মুখে পড়েও শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়। ম্যাচে বারেবারেই অজিদের কোয়ালিটি স্পিনারের অভাব পরিলক্ষিত হয়েছে। জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলদের স্পিন খেলতে ভারতের ব্যাটারদের তেমন কোনো সমস্যাই হয়নি।