চারিদিকে সবাই ভালো
ছুতোর কামার দর্জি মালো,
আমিই কেবল বাজে,
নিজের কথা বলবো কি আর
মুখ খুলিনা লাজে।
জ্ঞানের ভাঁড়ার জিরোর ক্ষত
তারাই চলে হিরোর মত
আমিই কেবল থাকি জড়সড়,
গিন্নী বলে লেখা ছেড়ে
ঠিকাদারি ধরো।
চতুর্পাশে ভাইব্রাদার
আমিই কেবল পাপ ঝাড়ুদার
জীবন হলো ভাজাপোড়া সিদ্ধ,
আমজনতার দোয়া নিয়ে
এবার হবো ঋদ্ধ।।
— সাংবাদিক সজীব আকবর,
ঢাকা-বাংলাদেশ।
01713-17 60 59