1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ৪৫ জন ডেঙ্গু শনাক্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার নিউজটি পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মতো সিরাজগঞ্জে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর’) দুপুরে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৭ জন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছে।

চলতি বছরে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৩১ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে চলে গেছেন ২ হাজার ৩৫৬ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে ১৭২ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম জানান, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুইদিনের তুলনায় আজ কিছুটা বেড়েছে। কারণ চলমান বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী অ্যাডিস মশার প্রজনন বেশি হচ্ছে। তাই তিন দিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel