মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক শই সরকার জবলু একটি চেক ডিজঅনার মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।
বৃহষ্পতিবার (৫ অক্টোবর) মৌলভীবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত সাংবাদিক সরকার জবলুকে বেকসুর খালাস দিয়ে এ রায় প্রদান করেন।
২০১৯ সালে মশাহিদ নামে এক ব্যক্তি পাঁচলাখ টাকার চেক ডিজঅনার এর একটি মিথ্যা মামলা দায়ের করেছিল। সাংবাদিক জবলু আদালতে চেকের স্বাক্ষরটি তার নয় এমন দাবী করলে আদালত চেকের স্বাক্ষর পরীক্ষা করতে ফরেনসিক ল্যাবের সহায়তা নেন। ফরেনসিক ল্যাবের রিপোর্টে চেকে দেয়া স্বাক্ষরটি জাল বলে প্রমাণিত হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
এক প্রতিক্রিয়া এই সিনিয়র সাংবাদিক বলছেন,বাদী মশাহিদ একজন বাটপার প্রকৃতির লোক। একসময় হোটেলের বয় এর কাজ করতো। পরিচয়ের সূত্রে সে আমার সাথে থাকতো। এক পর্যায়ে আমার সরলতার সুযোগ নিয়ে এই জালিয়াতি করে আমার বিরুদ্ধে মিথা মামলা করে’। তিনি বলেন, এই চেক ডিজঅনার মামলার আনুমানিক ২/৩ সপ্তাহ আগে মশাহিদ নামের ওই ব্যক্তি আমার বিরুদ্ধে “তাকে ভয়ংকরভাবে হত্যার পরিকল্পনা” এর আরেকটি মামলা দায়ের করেছিলো।
ওই মামলায় পুলিশ আমার বিরুদ্ধে চার্জশীটও দিয়েছিলো। তা সত্তেও বিজ্ঞ আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়ে আমি বেকসুর খালাস পেয়েছিলাম’।
এদিকে মিথ্যা মামলা থেকো খালাস পাওয়ায় মৌলভীবাজারের সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করে প্রতারক মশাহিদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।