আলমডাঙ্গা বনিক সমিতির নির্বাচনে মনোনয়ন উত্তোলনের শেষ দিনে মোট ৩৬ জনের মনোনয়ন পত্র উত্তোলন করেছে।গতকাল ৭ অক্টোবর মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন ছিল।নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান বনিক সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে ৩ জন মনোনয়ন তুলেছেন।বর্তমান সভাপতি আরেফিন মিয়া মিলন,সাবেক সভাপতি মকবুল হোসেন ও সাইফুল ইসলাম লিটন।অন্যদিকে সহ- সভাপতি পদে বর্তমান সহ-,সভাপতি কামরুল ইসলাম হীরা,হাফিজুর রহমান,রফিকুল আলম ও আব্দুল হামিদ।সাধারন সম্পাদক পদে বর্তমান সম্পাদক কামাল হোসেন,ও গতবারের প্রতিদদ্ধি খোন্দঃ আব্দুল্লা আল মামুন।সহ সম্পাদক পদে শরিফুল ইসলাম,বাবুলুর রহমান,বদর উদ্দিন,জাহাঙ্গির আলম।কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ আলাউদ্দিন ও সোহানুর রহমান বাবুল।সাংগাঠনিক সম্পাদক আব্দুল লতিফ,আমিরুল ইসলাম লিটন।ধর্মিয় সম্পাদক রেজাউল করিম কাবিল ও আসাদুল হক।দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন ও ইফতেকার আহমেদ।ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা মাসুম ও হাবিবুর রহমান।নির্বাহী সদস্য পদে খন্দকার হামিদুল ইসলাম আজম সহ মোট ১৩ জন।গতকাল মনোনয়ন উত্তোলনের শেষ দিনে সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন হাফিজুর রহমান।গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে বনিক সমিতির কর্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারি প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের কাছে হাফিজুর রহমান মনোনয় পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন,প্রস্তাব কারি মামুনুর রশিদ,সমর্থন কারি বনিক সমিতির দপ্তর সম্পাদক আইবুর রহমান,সদস্য মীর উজ্জল হোসেন,মাহবুবুল মেম্বার,মোঃ শাহাবুদ্দিন,ফরহাদ হোসেন,মোঃ শফিকুল ইসলাম,এনামুল হক,আবু জাফর ডাক্তার,মোমিন মিয়া প্রমুখ।হাফিজুর রহমান প্রথম সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন, সে পেশায় একজন হোটেল ব্যাবসায়ি।