আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত নয় হাজারের বেশি মানুষ।
রোববার (৮ অক্টোবর) রয়টার্স ও সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ভূমিকম্পে এক হাজার ৩২০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়াদের বের করতে উদ্ধারকারী দল কাজ করছে। আহতের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূমিকম্পে ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এতে প্রায় ৪ হাজার ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে তালেবান সরকারের মুখপাত্র সুহাইল শাহিন জানান, ক্ষতিগ্রস্তদের জন্য তাবু, খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী জরুরি।
এর আগে, স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) সকালে দেশটির হেরাত শহরে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর আরও চারটি বড় ধরনের আফটারশক হয়েছে। যথাক্রমে সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।
উল্লেখ্য, গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।