ভারী বৃষ্টিতে জল থৈ থৈ ক্লাসরুম। রাস্তার উপরে বসেই ক্লাস করতে হচ্ছে ভারতের বিহারের ৭০ জন স্কুল পড়ুয়াকে। সে রাজ্যের বাঁকা জেলার অমরপুর ব্লকে রয়েছে মাঝগাঁও প্রাথমিক স্কুল। স্কুলে রয়েছে ৭০ জন পড়ুয়া। আছেন ২ জন শিক্ষক। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে সেই স্কুলের শ্রেনীকক্ষ গুলি জলমগ্ন অবস্থায় রয়েছে। তাই রাস্তায় বসেই পড়াশোনা করছে খুদে পড়ুয়ারা।
স্কুলের প্রধানশিক্ষক মনোজ কুমার পাসওয়ান সাংবাদিকদের জানান, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) কে পরিস্থিতির কথা সবিস্তারে জানানো হয়েছে। কিন্তু তাঁর অভিযোগ, তারপরেও স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। প্রধানশিক্ষকের আরও জানান, ক্লাসরুমে জল জমে রয়েছে। নিরুপায় হয়ে আমরা পড়ুয়াদের স্কুলের সামনের রাস্তাতে বসিয়েই পড়াশোনা করাচ্ছি।