মাত্র ২৪ ঘন্টার মধ্যে জলে ডুবে মৃত্যু হল ২২ জনের। মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে ভারতের বিহারে। রাজ্যের ৯টি জেলায় জলে নেমে বলি হয়েছে ২২ জন। তার মধ্যে রয়েছে অন্তত ৫ কিশোরী। গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
বিহারে জলে ডুবে প্রথম খবর মেলে শনিবার (৭ অক্টোবর ) বিকেলে। ভোজপুর জেলার বাহিয়ারাঘাটে বিশেষ পুজো উপলক্ষে হাজির হন বহু মানুষ। পুজো শেষে জলে স্নান করতে নামে ৫ কিশোরী। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। জানা যায়, স্নান করতে গিয়েই সেলফি তুলছিলেন ১৫ বছর বয়সী সুমন কুমারী। জলের তোড়ে ভেসে যায় সে। বন্ধুকে ভেসে যেতে দেখে বাঁচাতে যায় আরও ৪ কিশোরী। স্রোতের টানে তলিয়ে যায় তারাও।
পুলিশ সূত্রে প্রকাশ, ওই ৪ কিশোরীর মধ্যে ১জন সুমনের বোন। শনিবার (৭ অক্টোবর ) এই ঘটনার পরেই বিহারে একের পর এক জলে ডুবে মৃত্যুর খবর মেলে। রবিবার (৮ অক্টোবর ) বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ২৪ ঘন্টার মধ্যে মোট ২২ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। ৯টি জেলা থেকে মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। ভোজপুরের ৫ কিশোরী ছাড়াও জাহানাবাদ, পাটনার মতো বেশ কিছু এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে।
মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়াও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।