ভারতের কর্নাটকে বাজির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত ১৩ জন। আহত আরও ৭ জন। ঘটনায় শোকপ্রকাশ কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর। স্থানীয় সূত্রে প্রকাশ, শনিবার (৭ অক্টোবর ) সন্ধ্যায় বেঙ্গালুরুর অ্যাটিবেলে একটি বাজির কারখানায় আগুন লেগে যায়।
জানা যায়, ওই বাজির কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরেই আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জন শ্রমিকের। এদিকে ঘটনায় আরও ৭ জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। এই বাজি কারখানাটি কর্নাটক- তামিলনাড়ু সীমান্তের খুব কাছে অবস্থিত। কর্নাটক পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ১৩ জনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কয়েকজনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাইকে উদ্ধার করা হয়। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কর্নাটক সরকার। আহতদের চিকিৎসার দায়িত্ব ও নিয়েছে সরকার।