নালিতাবাড়ী উপজেলার একমাত্র শতবর্ষী হিরন্ময়ী স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষের নবিন বরন ও ক্লাস উদ্বোধন কলেজ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) অধ্যক্ষ আমিনুল হক এর সভাপতিত্বে নবিন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নাজমূল স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদারসহ স্কুল ও কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তাগণ ঐতিহ্যবাহী হিরন্ময়ী স্কুলকে কলেজে উন্নিত করায় এলাকার সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ময়মনসিং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য – নালিতাবাড়ীতে এই প্রথম মাধ্যমিক স্কুলকে কলেজ এ উন্নিত করা হলো।