শরীয়তপুরের জাজিরায় আব্দুর রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে, জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোঃ দুলাল ঢালী ও তার পরিবারের সদস্যরা।
শনিবার (৭-অক্টোবর) বিকেলে জাজিরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ১৯-নং মৌজার বিভিন্ন দাগে, ভুক্তভোগী দুলাল ঢালীর পরিবারের ২ একর ৫৬ শতাংশ জমি রয়েছে।
সেই জমিতে তারা নিজ দখলে থাকিয়া দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। সম্প্রতি তারা জানতে পারেন ওই দাগের জমি গুলো ভুল বসত বিআরএস রেকর্ডে আয়েশা খাতুন ও আসিয়া খাতুন গংদের নামে রেকর্ড হয়েছে। বিষয়টি সমাধানের জন্য দুলাল ঢালী, চিকন্দি জজ কোর্ট ও ভেদেরগঞ্জ সহকারী জজ কোর্টে ২২০/২৩ ও ৩৫২/২৩ নং মামলা দায়ের করেন। এছাড়াও বাড়ির জমিতে কোন স্থাপনা বা ঘর নির্মাণে আদালতের রয়েছে নিষেধাজ্ঞা।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে তড়িঘড়ি করে একটি দোচালা ঘর নির্মাণের অভিযোগও করেন ভুক্তভোগী দুলাল ঢালী। বর্তমানে আব্দুল রব খা ও কথিত ক্রয় কৃত মালিক হেলেনা বেগম জোরপূর্বক ওই জমির দখল নেয়ার চেষ্টা করছে।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিগত কিছুদিন আগে হেলেনা ও আব্দুর রব খার সহযোগীরা, জাজিরা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে দুলাল ঢালীকে জেল হাজতে পাঠিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে তাদের জমিতে যেতে দিচ্ছেন না রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা।তাই রব খা ও হেলেনা বেগমের মিথ্যা মামলা ও জমি দখলের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।