ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের গুলিতে ইসরায়েলের সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন।
রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
ইসরায়েলের সামরিক বাহিনী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে স্টেইনবার্গের নিহত হওয়ার কথা জানায়।
এতে বলা হয়, ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে গুলিতে নিহত হয়েছেন নাহাল ব্রিগেডের কমান্ডার স্টেইনবার্গ। সেখানে নাহাল ব্রিগেডের সেনাদের সঙ্গে হামাস সদস্যদের গোলাগুলি চলছিল। একপর্যায়ে হামাসের গুলিতে ব্রিগেড কমান্ডার নিহত হন।
তবে ব্রিগেড কমান্ডার স্টেইনবার্গ ছাড়া সেখানে আরও ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন কি না, তা জানানো হয়নি।
টাইমস অব ইসরায়েল খবর অনুযায়ী, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।