আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৪ (চার) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার। আসামি গ্রেফতার ৪ (চার) জন।জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান(সদর সার্কেল)চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ ইউসুফ আলী আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল হক, এএসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী দর্শনা থানাধীন গবরগাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে, মোঃ হৃদয় হোসেন(১৯),কে আলমডাঙ্গা থানাধীন জেহালা হাসপাতাল মোড়ের মোঃ আকাশ হোসেন(২৮)এর দোকানের সামনে হতে গতকাল সন্ধা সাড়ে ৭ টার সময় চোরাই ১(এক)টি লাল কালো রংয়ের YAMAHA FAZER 150 CC মোটরসাইকেল, যাহার চেচিস নং- 2CL21404091, ইঞ্জিন নং- 2CL2002723, যাহার মূল্য অনুমান ২,২০,০০০/- (দুইলক্ষ বিশ হাজার) টাকা, একটি স্ক্রু ড্রাইভার, যাহার বাটসহ লম্বা অনুমান ৯ ইঞ্চি, বাটের রং লাল ও সাদাসহ হাতে নাতে আটক করে জব্দ করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীর দেওয়া তথ্য মতে গতকাল রাত আড়াই ঘটিকার সময় জীবননগর উপজেলার করিমপুর গ্রামের কালু মন্ডলের ছেলে
মোঃ রুবেল হোসেন (২৪),কে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন করিমপুর গ্রামের তার নিজ বসত বাড়ী হইতে একটি হিরো হোন্ডা (HERO HONDA) SPLENDOR মোডিফাই করা, যাহা কালো রংয়ের মোটরসাইকেল, যাহা চেচিস নং- 03G20C40486, ইঞ্জিন নং- 03G18N15033, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা, একটি DAYANG-50 লাল রংয়ের মোটরসাইকেল, যাহার রেজিঃ নং- ঝিনাইদহ-এ-১১-২৩৫৮, যাহার চেচিস নং- PRBXAA110632552, ইঞ্জিন নং- DY147FMFB0097874, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকাসহ হাতে নাতে আটক করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে গতকাল রাত সাড়ে ৩ ঘটিকার সময় একই উপজেলার নতুনপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে
মোঃ তাকবীর হোসেন(২৮), কে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন নতুনপাড়া (সর্দারপাড়া) গ্রামের তার নিজ বসত বাড়ী হইতে একটি হিরো হোন্ডা (HERO HONDA) CD DAWN 100 CC কালো রংয়ের মোটরসাইকেল, যাহার চেচিস নং- অস্পষ্ট, ইঞ্জিন নং- HA11EDB9L26261, যাহা রেজিঃ নম্বর বিহীন, যাহার মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকাসহ হাতে নাতে আটক করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে চোরাই সিন্ডিকেটের সদস্য আসামী মোঃ সানী হোসেন (৩৫), পিতা- মৃত আলম মাতুব্বর, সাং-পেয়ারাতলা, থানাঃ জীবননগর, জেলাঃ চুয়াডাঙ্গাকে তার নিজ বসত বাড়ী থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন স্বীকার করে যে, তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মত বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এ বষয়ে ওসি বিল্পব কুমার নাথ বলেন আলমডাঙ্গা পুরাতন মটর সাইকেল হাটকে টার্গেট করে মটর সাইকেল চোর চক্র প্রায়সই এই সব মটর সাইকেল চুরি করে বিভিন্ন হাটে বা মানুষের কাছে বিক্রয় করে।তবে তারা বেশির ভাগই পুরাতন মটর সাইকেল হাটে বিক্রয় করে থাকে বলে জানা গেছে।আমরা আরো তথ্যে বের করে করে তাদের চোর চক্রের সকলকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।