রাহুল গান্ধী রাবণ রুপে। বিজেপির পোস্টার ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এবার আসরে নামলেন খোদ রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোজা মোদি- নাড্ডাদের তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশ্ন, আপনারা কি সাংবিধানিক পদের শপথও ভূলে গেলেন ? নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার পোস্টারের আদলে রাহুল গান্ধীর মুখ দেখা যাচ্ছে সেই পোস্টারে। সিনেমার আদলেই পোস্টারে লেখা হয়েছে, এই রাবণ কংগ্রেস পার্টির তৈরি। এমনকি রাহুলের সঙ্গে তথাকথিত” ভারত বিরোধী শিল্পপতি জর্জ সোরসকেও জুড়ে দেওয়া হয়েছে ওই পোস্টারে।
বিজেপির দাবি, রাহুলের এই রাবণরুপের নেপথ্যে আছেন জর্জ সোরসই। রাহুলকে এভাবে রাবণ রুপে দেখানোই স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠেছে কংগ্রেস। কংগ্রেসের একের পর এক শীর্ষনেতা মুখ খুলছেন। রাহুলের ওই পোস্টার নিয়ে গোটা কংগ্রেস আসরে নেমে পড়েছে। যুব কংগ্রেসের তরফে পাল্টা মোদিকে নিয়ে পোস্টার বানানো হয়েছে। দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরে ও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।