বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। এরপর আফগানদের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। শুরুতেই দুই ওপেনারের উইকেট হারালেও মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাস পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ২টি উইকেট পান শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
এরপর ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। লিটনের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তানজিদ হাসান তামিম। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে বিদায়ের আগে ১২ বলে ৫ রান করেন এই ব্যাটার।
এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তবে ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে আফগানদের আবারও সাফল্য এনে দেন পেসার ফজল হক ফারুকি। দলীয় ২৭ রানে ১৮ বলে ১৩ রান করা লিটন দাসকে আউট করেন বাঁহাতি এই ব্যাটার।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মেহেদি মিরাজ ৫১ ও নাজমুল হোসেন শান্ত ৩০ রানে ব্যাট করছেন। জয়ের জন্য বাংলাদেশের এখনও দরকার ৫১ রান, হাতে আছে ৮ উইকেট।