মোদিকে খুনের চক্রান্ত। এমনই এক ইমেল ঘিরে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কপালে ঘাম ছুটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পেয়ে সতর্ক নিরাপত্তা সংস্থা। একই ইমেলে ৫০০ কোটি টাকা দাবি করা করেছে এবং সেই সঙ্গে জেলেবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মুক্তি ও দাবি করা হয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এন আইএ) হুমকির ইমেল সম্পর্কে মুম্বই পুলিশকে ইতিমধ্যেই সতর্ক করেছে এবং গুজরাট পুলিশ ছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সংশিষ্ট বিভিন্ন সংস্থাকে ইমেল শেয়ার করা হয়েছে।
এদিকে হুমকি ইমেল পেয়েই মুম্বই পুলিশ নিরাপত্তা আরও জোরদার করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সেই সঙ্গে ইমেলের উৎস নির্ধারণের ও চেষ্টা করছে বিশেষ তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকালে সিটি পুলিশ কন্টোল রুম এনআইএ এর কাছ থেকে এই বিষয়ে একটি সতর্ক বার্তা পায়।
ইমেলে কুখ্যাত জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মুক্তির দাবিও করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে জেলবন্দী রয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঞ্জাবের পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা সহ বেশকয়েকটি মামলা রয়েছে। গত বছর, বিষ্ণোই মুসেওয়ালার উপর হামলার দায় স্বীকার করেছিল। এর আগে তিনি বলিউড অভিনেতা সলমন খানকেও খুনের হুমকি দিয়েছিলেন।