বাংলাদেশ পুলিশ স্পোর্টস ইভিনিং ২০২৩ উপলক্ষে আইজিপি কর্তৃক পুলিশের বিভিন্ন ইভেন্ট এ যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন তাদেরকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা মেডেল প্রদান করা হয়।
মিরপুর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে কয়েক দিন আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বি পি এম( বার) পিপিএম, ডিএমপি কমিশনার, অ্যাডিশনাল আইজিপি সহ বিভিন্ন কর্মকর্তা গণ।
এ ধারাবাহিকতায় ভলিবলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা মেডেল পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের কৃতি সন্তান ফিরোজ আলম। তিনি বাংলাদেশ পুলিশের জাতীয় মহিলা ভলিবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের অবদান স্বরুপ সম্মাননা মেডেল পাওয়ায় সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন পুলিশ সদস্য ফিরোজ আলম।