বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেয়া মনোনয়নকে সমর্থন জানিয়েছেন অটিজম স্পিকসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যান্ডি শিহ। তার এ সমর্থনের বিষয়ে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৫ অক্টোবর) অ্যান্ডিকে ধন্যবাদ জানিয়েছেন পুতুল। সেইসঙ্গে তাকে সমর্থন করে লেখা অ্যান্ডির চিঠির একটি অংশ উল্লেখ করে চিঠিটিও পোস্ট করেছেন তিনি।
সম্প্রতি ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে সরকার সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে। এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।
এ বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর পুতুলকে সমর্থন করে চিঠিতে অ্যান্ডি লিখেন, ‘আমি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের সায়মা ওয়াজেদের মনোনয়নকে সমর্থন করছি।’
অটিজম স্পিকসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা লিখেন, ‘আমি প্রায় দুই দশক ধরে সায়মাকে চিনি এবং তার কাজের প্রশংসা করি। বাংলাদেশে এবং বিশ্ব মঞ্চে অটিজম সচেতনতা বাড়াতে আমরা প্রথম ২০১০ সালের শুরুর দিকে একসঙ্গে কাজ শুরু করি। তার নেতৃত্বে অটিজম সম্পর্কিত একটি জাতীয় উপদেষ্টা কমিটি গঠন এবং গোটা সমাজে সচেতনতা প্রচারের লক্ষ্যে অনেক সুবিধা পেয়েছি।’
‘দক্ষিণ এশিয়ায় অটিজম নেটওয়ার্কের উন্নয়নে তার দূরদর্শী প্রচেষ্টায় ২০১১ সালে ঢাকায় একটি ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলনে সম্মান অর্জন করেছি। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবারের আর্থ-সামাজিক চাহিদাগুলোকে সম্বোধন করে অটিজমের ওপর জাতিসংঘের একটি দ্বিতীয় প্রস্তাবের ভিত্তি স্থাপন করেছে, যা বাংলাদেশ প্রস্তাব করেছিল এবং ২০১২ সালে সাধারণ পরিষদ অনুমোদন দিয়েছিল’, উল্লেখ করেন অ্যান্ডি।
তিনি লিখেন, ‘এটা স্পষ্ট যে সায়মা একজন মনোবিজ্ঞানী, কার্যকর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বুদ্ধিমত্তার অধিকারী। একজন আঞ্চলিক পরিচালকের সাফল্য প্রযুক্তিগত দক্ষতা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনীতির ক্ষমতার ওপর নির্ভর করে। এই চরিত্রে সায়মা অত্যন্ত মেধাবী এবং ভালো অবস্থানে আছেন।’
তিনি আরও লিখেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিবারগুলো সায়মাকে ‘পরিবারের সদস্য’ হিসাবে বিবেচনা করে এবং তাদের জীবন ও তাদের সন্তানদের ভবিষ্যৎ পরিবর্তনে তার নেতৃত্বকে স্বাদরে গ্রহণ করে।
‘ওপরের সব অসাধারণ গুণাবলীর পরিপ্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরবর্তী ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হিসেবে আমি কোনো দ্বিধা ছাড়াই সায়মা ওয়াজেদকে সমর্থন করি’, যোগ করেন অ্যান্ডি।