ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে দম্পতির রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকালে হুগলির শ্রীরামপুর থানার নেহরু নগর কলোনিতে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের নাম বিশ্বজিৎ দে (৫৫) ও সন্ধ্যা দে (৪৮)। সম্পর্কে স্বামী – স্ত্রী। এদিন খবর পেয়ে বন্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত অবস্থায় বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার করে। একই ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তাঁর স্ত্রীর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ বিমা সংস্থার কর্মী ছিলেন।
মৃত দম্পতির ২ ছেলে। বড় ছেলে দেবজিৎ স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা বাড়িতে ভাড়া থাকেন। ছোট ছেলে দেবাদিত্য থাকতেন বাবা- মায়ের সঙ্গে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন বিশ্বজিৎ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।