আর্থিক অনটন থেকে পারিবারিক অশান্তি। এর জেরেই স্ত্রী ও ২ কন্যা সন্তানকে গুলি করে খুন। তাঁদের খুন করার পরেই গুলি করে আত্মঘাতী হলেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক পুলিশ কর্মী। বুধবার (৪ অক্টোবর ) রাতে ঘটনাটি ঘটেছে। কাড়াপা পুলিশ স্টেশনে বুধবার (৪ অক্টোবর ) রাত ১১ টা পর্যন্ত কর্মরত ছিলেন ভেকংটেশ্বরলু। একটি বন্দুক নিয়ে কাজের পর বাড়ি ফিরে যান তিনি। এরপরই খুনের ও আত্মহত্যার ঘটনাটি ঘটান তিনি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকালে তাঁদের ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর এক কন্যা সন্তান কলেজ পড়ুয়া, বয়স ২০। অন্যজন দশম শ্রেনীর ছাত্রী। স্ত্রীর বয়স ৪৫। পুলিশের অনুমান, সম্প্রতি শেয়ার বাজারে টাকা খুইয়েছেন ভেকংটেশ্বরলু। এর জেরেই পারিবারিক অশান্তি শুরু হয়। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।