পাকিস্তানী প্রেতাতারা শোনরে তোরা শোন্
বঙ্গবন্ধু হত্যার ঋণ ও রক্তের ফোটা গোন,
ভাবলি তোরা বঙ্গবন্ধুকে হত্যা করে,
দেশ চালাবে লুটপাটে আজীবনের তরে,
যতো কর কূটকৌশল বিফল সব তোরে,
এক মুজিবের হত্যার তরে লক্ষ মুজিব ঘরে ঘরে,
দেশ শাসনের অধিকার কেমনে আবার চাস
উন্নয়নে ছেয়েছে দেশ তোরা হয়ছো কি বেহুস,
দেশ শাসনের কূট কৌশলে বুনছো নানা ফাঁদ
তোরা পাকিস্তানে গিয়ে এখনই জোট বাঁধ,
এদেশ বাঙালির সর্ব ধর্মের মানুষের ,
এদেশ নয় লুটেরা পাকিস্তানি দোসরদের,
ক্ষমতার আশে যদি অগ্নি সন্ত্রাস চালাও,
এখনো সময় আছে পাকিস্তানে পালাও,
বীর বাঙালি মানেনি একাত্তরে পরাজয়,
দু’হাজার তেইশেও করবে নৌকার বিজয়,
জোট-শতজোট তোদের টিকবেনা কভু,
বঙ্গবন্ধুর আদর্শই হবে বাংলাদেশের প্রভু,
বঙ্গবন্ধুর স্বপ্ন দেশ আজ ডিজিটালাইজ,
দেশ বিরোধী জোট করছে ভাঙ্গার কাজ,
ওরে পাগল ওরে বেভোল দেখনা চোখ মেলিয়ে,
দেশকে তোরা কোথায় নিছিলে পিছিয়ে?
বঙ্গকন্যা শেখ হাসিনা মাত্র পনের বছরে,
উন্নয়নে এগিয়ে নিলো রোলমডেল করে,
শোন শোন দেশবাসী সব শোন দিয়া মন,
সত্যি-কথা এখন অনাহারে মরছে কজন,
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যত সব শোন,
দেশকে স্বনির্ভরে একচল্লিশ সাল গোন।
লেখক কবি ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ,সাধারণ সম্পাদক- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখা।
এ জাতীয় আরো খবর ....