বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এবং উপজেলা প্রশাসন, গংগাচড়া, রংপুর এর যৌথ উদ্যোগে গংগাচড়া উপজেলায় আজ ৪ঠা অক্টোবর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশন, মহিপুর, গংগাচড়া, রংপুর এর ডিজেল ইউনিট এ প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান কম প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০/— টাকা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০,০০০/— টাকা জরিমানা করা হয়। ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন নয়ন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, গংগাচড়া, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।