মাত্র ১০ সেকেন্ডেই মোটরসাইকেল নিয়ে চলে যেতে সক্ষম তারা। গাড়ির মালিক কিছু বুঝে ওঠার আগেই পার্কিং করা মোটর সাইকেল নিয়ে চলে যেত নাগালের বাইরে। খুবই দক্ষ চক্রটি।
কিছুদিন যাবত চট্টগ্রামের ফুটপাত, বাসাবাড়ি ও অফিসের পার্কিং থেকে একের পর এক মোটরসাইকেল উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে।
অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চক্রটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা রায়হানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর ও দক্ষিণ) পুলিশের উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল রায়হান, তার সহযোগী ইরফাদুল আলম ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করত চক্রটি। পরে অনলাইনের পাশাপাশি অন্যান্য চোরচক্রের সঙ্গে যোগযোগ করে বিক্রি করত।