1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে কম্বল বিতরণ  আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাসের জন্মদিন উৎযাপন  চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ৫জন আসামী গ্রেফতার চুয়াডাঙ্গা ড. এ আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজ নবীন বরণ ও নতুন বছর উদযাপন নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যারিস্টার লিয়াকত আলী সংবর্ধিত  মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর বারো দফা কর্মসূচী ঘোষণা 

নোবেল পাওয়ার ফোন পেয়ে বিজ্ঞানী বললেন, ‘ব্যস্ত আছি’

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার নিউজটি পড়া হয়েছে

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অ্যান লিয়েরকে একাধিকবার ফোন করেছিল নোবেল কমিটি। কিন্তু তিনি ফোন রিসিভ করছিলেন না। এক পর্যায়ে তিনি ফোন রিসিভ করে বলেন, আমি একটু ব্যস্ত আছি।

ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান লিয়েরসহ তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের র‌য়্যাল সুইডিশ একাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করে।

জানা গেছে, ওই দিন রস্কার জয়ের খবর দেওয়ার জন্য অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। কিন্তু সে সময় অধ্যাপক অ্যান বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। এজন্য তাকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেনি নোবেল কমিটি। পরে ক্লাসের বিরতির সময়ে আবারও ফোন এলে তা রিসিভ করেন অধ্যাপক। এ সময় নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছে সময় চান। কিন্তু অ্যান তাকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন ওই ব্যক্তি কথা বলার জন্য অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন। এরপর তিনি অধ্যাপককে নোবেল পুরস্কার পাওয়ার কথা জানান এবং তিনি জানতে চান এই খবর অ্যান তার শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন কি না? জবাবে অ্যান বলেন, আমি অবশ্যই তাদের বিষয়টি জানাব। আশা করি, এতে তারা অনেক খুশি হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।

অ্যান লিয়েরকে ফোন করার বিষয়টি নোবেল কমিটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে। অ্যানকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, ‘একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! ২০২৩ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। আমাদের নতুন বিজয়ী ক্লাসে পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনে কথা শেষ করে তিনি ছাত্রদের কাছে ফিরে গেলেন।’

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হচ্ছে। এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন পদার্থবিজ্ঞানী সম্মানজনক এই পুরস্কার জিতেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel