আসামরাজ্য জুড়ে অভিযান চালিয়ে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ২য় দফায় ১০৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাল্যবিবাহ বিরোধী অভিযানে নতুন করে ধরে আনার কথা মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ” বাল্যবিবাহ রুখতে ব্যাপক অভিযান। ভোরে শুরু হওয়া আসাম পুলিশের বিশেষ অভিযানে ৮ শতর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” মুখ্যমন্ত্রীর আরও দাবি, সংখ্যাটা বাড়তে পারে। কারণ পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, “বাল্যবিবাহ বিরোধী অভিযানে পুলিশ এখন পর্যন্ত ৩৯০৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। ” এর সঙ্গে আরও ১০৩৯ জন যুক্ত হল। তাদের মধ্যে বরাকের বাসিন্দা রয়েছেন ১৩৫ জন। হাইলাকান্দির ৫৫, কাছাড়ের ৩৩ এবং করিমগঞ্জের ৪৭ জন।
এ জাতীয় আরো খবর ....