নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া ব্রজপুর মোড়ে অবস্থিত কাঠের ছ’মিলে আগুন লেগে পুরো ছ’মিল আগুনে ভূষ্মিভূত হয়েগেছে ।
এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি র পরিমান হয়েছে বলে জানিয়েছেন ছ,মিল মালিক। বুধবার ভোর সাড়ে চার টার দিকে সিংসাড়া ব্রজপুর মোড় এলাকায় অবস্থিত মো.লোকমান হোসেনের ছ’মিলে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের মো.ইউনুস আলীর জমি লিজ নিয়ে সিংসাড়া গ্রামের মো.লোকমান হোসেন দীর্ঘ দিন ধরে কাঠের ছ’মিল ব্যবসা শুরু করেন। ঐ দিন ভোরে স্থানীয় লোকজন মোড় এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পাওয়া পর আত্রাই ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেন। তিনটি মেশিন, অনেক কাঠ, টিনসহ ১টি ঘর আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়।
ছ-মিল মালিক লোকমান হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার প্রতিপক্ষরা মিলে আগুন লাগিয়ে আমাকে মারতে চেয়েছিল।
আত্রাই থানা পুলিশ কর্মকর্তা এসআই মো.গোলাম মোস্তফা জানান,খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এঘটনায় অভিযোগের সূত্রে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।