বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া অভ্যর্থনা জানায়।
সেনাবাহিনী ও দেশমাতৃকার সেবায় বিশেষ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় নাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩৭ বীর ও ৩৮ বীর ব্যাটালিয়নকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।