নেপালের মাত্র ২৫ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের কয়েকটি রাজ্যেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে নেপালে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ২৫ মিনিট পর আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে হিমালয়ের দেশটি।
নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।
ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
এদিকে এনডিটিভি জানিয়েছে নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্য কেঁপে উঠেছে।
ভূমিকম্পের সময় নেপাল ও ভারতের অনেক লোকজন আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় এর মধ্যে অনেককে ভয়ে চিৎকার করতেও দেখা যায়।