মরিয়ম নামের একটি দুই বছরের শিশু বাচ্চা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় থেকে হারানো গেছে। জানা যায় গত ২৮/০৪/২০২৩ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময়ে মেয়েটির মা নাছিমা বেগম অসুস্থতার কারনে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইতে শিশু মরিয়ম সহ বড় ছেলে নয়ন মনি’কে নিয়ে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় আসেন। বড় ছেলে ১০ বছর বয়সী নয়ন মনি’র কাছে দুই বছর বয়সী মরিয়ম’’কে রেখে ধার্মসাগরের পাড়েতেই মা নাছিমা বেগম সাহায্য চাচ্ছিলেন বিভিন্ন মানুষের কাছে কিছু সময় পরে এসে দেখেন নাছিমা বেগম তার দুই বছর বয়সী মরিয়ম নেই অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মা নাছিমা বেগম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী দায়ের করেন ২৮/০৪/২০২৩ইং তারিখে।
উক্ত বিষয়ে দুই বছরের শিশু বাচ্চা মরিয়মকে খুঁজে পেতে সহজ করতে মিডিয়ার কাছেও পুলিশ সহায়তা চেয়েছেন।
হারিয়ে যাওয়া শিশুর নাম- মরিয়ম, বয়স-২ বৎসর অনুমান, পিতা -দুলাল মিয়া, মাতা নাছিমা বেগম, সাং-নবিয়াবাদ, বরকামতা ইউনিউন, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা
কেও খুঁজে পেলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন -মাতা নাছিমা, মোবাইল -০১৮৬২১৯০৬৩৭, থানা-০১৮১২১৮৬২৯৭ ।