পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আব্দুল্লাহ্ আল-আল-মামুনের দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানা কর্তৃক চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নি:) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২.১০.২০২৩ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানাধীন বিষ্ণুপুর গ্রামস্থ আসামী মোছাঃ শাহানাজ খাতুন(৪০), স্বামী- মোঃ রুস্তম আলীর একচালা ওয়াল টিনশেড ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরী বাজার করা ব্যাগের মধ্য থেকে কস্টেপ দ্বারা মোড়ানো ১৬ (ষোল) টি বান্ডেলে মোট ১৯(উনিশ) কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা, যার মূল্য অনুমান ২০,৬৪,০০০/- (বিশ লক্ষ চৌষট্টি হাজার) টাকাসহ আসামী ১। মোছাঃ শাহানাজ খাতুন(৪০), স্বামী- মোঃ রুস্তম আলী, সাং-বিষ্ণুপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।