আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা
দিবস ২০২৩ পালিত হয়েছে।গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।তিনি বলেন সরকার এবছর যে প্রতিপাদ্য দিয়েছে, স্মর্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা,বিশেষ দেশের উন্নয়নে উৎপাদনের সাথে যারা জড়িত তাদের অবদানকে আমরা অবশ্যই স্বিকার করি,বিশেষ করে দেশে কৃষি সেক্টর ও প্রানী উন্নয়ন,মৎস উন্নয়ন বিভাগ সফলতার সাথে উৎপাদন করে চলেছে।তাদের কাছে আমরা কৃতজ্ঞ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক,শ্রমিকদের নিয়ে স্বপ্ন দেখতেন,সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষি ও শিল্প সেক্টরে ব্যাপক উৎপাদন হচ্ছে বলেই আমরা বিদেশী ডলার আয় করতে সক্ষম হচ্ছি,বাংলাদেশে গার্মেন্টস সেক্টর এর মুখ্য ভুমিকা পালন করে চলেছে ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি,
উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, ইউ, আর, সি, ইন্সষ্ট্রাক্টর জামাল হোসেন,
উপ-সহকারি মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল হক বেলু,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা,মাধ্যমিক বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আবাসিক প্রকৌশলী জহুরুল হক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ ওমর ফারুক,উপসহকারী প্রকৌশলী এম এ সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওলাদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বক্তিয়ার উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....