আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা থানাপুলিশের এস আই লিটন, এস আই আমিরুল,এস আই তারিক সহ সঙ্গিয় নিয়ে অভিযান চালিয়ে ডামোস গ্নাম থেকে এরশাদপুর গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে সাব্বির ওহিদুল্লাহ (১৮) ও গেবিন্দপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে পলাশ আহমেদ (২০) কে মাদক সহ আটক করে।পরে উপজলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ খবর দিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।এবং দুজনকে ১শত টাকা করে জরিমানা করেন।