বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয় জীবনের পাশাপাশি স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে সংসার জীবনও বেশ ভালো কাটছে এই তারকা দম্পতির।
সম্প্রতি ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন তিনি। আর এতেই আবারও ট্রলের শিকার হলেন এই বিশ্ব সুন্দরী। ফরাসি কসমেটিক্স কোম্পানি লরিয়াল-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তিনি এই শোতে অংশ নিয়েছেন। সেজন্য বর্তমানে প্যারিসে অবস্থান করছেন তিনি।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে হয়েছেন কটাক্ষের শিকার। তার লুক বরাবরের মতো দৃষ্টি আকর্ষণ করেছে সবার। অল-ব্ল্যাক লুক বেছে নিয়েছিলেন, যাতে তাকে অত্যাশ্চর্য লাগছিল।
তবে অনেকেই তার ব্ল্যাক লুক তেমন একটা পছন্দ করেননি এবং অভিনেত্রীকে ট্রলও করছেন। কেউ কেউ বলছেন, অভিনেত্রী তার ফ্য়াশন গেম নিয়ে পরীক্ষা করা বন্ধ করে দিয়েছেন। কেউ বলছেন, তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। ট্রল হয়েছেন হেয়ারস্টাইল নিয়েও।
যদিও বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও ৭৬তম কান চলচ্চিত্রের উৎসবের লাল গালিচায় হোচট খেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।