চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের অভ্যন্তরে পুলিশ সদস্যদের জন্য ব্যায়ামাগার করার উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
তারই ধারাবাহিকতায় ৩০.০৯.২০২৩ খ্রিঃ বিকাল আনুমানিক ৫টার সময় পুলিশ লাইন্সের অভ্যন্তরে ব্যায়ামাগার উদ্বোধন করেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা। মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।