সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং গ্রুপের সাথে না চলায় সশস্ত্র হামলা চালিয়ে এক সেলুন কর্মী দম্পতিকে মারধর করে আহত করাসহ শ্লীলতাহানি ও লুটপাট করেছে গ্যাং সদস্যরা। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জামগড়া হিয়নের মোড় এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় দুপুরে সেলুন কর্মীর স্ত্রী স্বর্ণা রানী বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত ৭-৮ জনের নামে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো জাহিদ (২৫),সেলিম (২৩),পারভেজ (২২),জাকারিয়া (১৯), আশিক (২৪)সহ অজ্ঞাত আরো আট জন। তারা সবাই জামগড়া এলাকায় বসবাস করে।
স্বর্ণা রাণী ও তাঁর স্বামী জীবন মালি জামগড়া হিয়নের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বর্ণা রানীর স্বামী জীবন মালি একজন সেলুন কর্মী,কিছুদিন আগে সেলুনের কাজ না পেয়ে বেকার হয়ে যায়। বেকার থাকায় স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সাথে সে চলাফেরা শুরু করে এবং মাদকাসক্ত হতে থাকে।
পরে স্বর্ণা রানী চেষ্টা করে তাঁর স্বামীকে ফের সেলুনের কাজে লাগিয়ে দেয়। ফলে অভিযুক্তদের সাথে সঙ্গ দেয়ার সময় পায়না জীবন মালি।তারপরও বিভিন্ন সময় স্বর্ণা রানীর স্বামীকে অভিযুক্তরা দোকানে ডাকতে গেলে কাজ ফেলে না আসায় গ্যাং সদস্যরা ক্ষিপ্ত হয়ে নানাবিধ হুমকি দিতো।
তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাহিদ ও সেলিম ফের বাসায় ডাকতে যায়। তখন স্বর্ণা রানী তাঁর স্বামীকে বাসার বাহিরে যেতে না দেওয়ায় ওই রাতেই ঘন্টা খানেক পর দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় হামলা চালায়।
এসময় স্বর্ণা রানী সহ তাঁর স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে এবং টেনেহিঁচড়ে বাসার বাহিরে নিয়ে আসে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে এই দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বর্ণা রাণী বলেন, হামলাকারীরা সবাই মাদক ব্যবসাসহ চুরি ছিন্তাই করে। আমার স্বামীকে তাদের সাথে চলতে না দেওয়ায় বাসায় এসে আমাদের মারধর করেছে। আমার পড়নের কাপর টেনেহিঁচড়ে ছিড়ে ফেলেছে, আমার গলা থেকে স্বর্ণের চেইন ছিড়ে নিয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।