মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে চাঞ্চল্যকর পর্যটক শরীফুল ইসলাম (৪০) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি আব্দুল্লাহ আল নোমান।
র্যাব জানায়, একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় গাজীপুর জেলার শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম ওসমান গনি (৩৪)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে।