জাতীয়তাবাদি সাষ্কৃতিক সংগঠন (জাসাস) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব ও পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মীর আনোয়ার আলী মবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার বাদ নামাজে জুম্মা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল) মাঠে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
নীলফামারী জেলা বাস শ্রমিক ইউনিয়ন পরিচালিত হলি চাইল্ড কেয়ার স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত তুখোড় তবলা বাদক ছিলেন। সৈয়দপুরের স্বনামধন্য রাজনৈতিক ও সাংষ্কৃতিক পরিবারের সদস্য মীর মবুল ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. মীর সুরত আলীর পঞ্চম সন্তান।
আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এমন দোয়া করে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে উনার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবার-পরিজন ও আত্নীয় স্বজনের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করেছেন।