এশিয়ান গেমসে শুটিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স ভারতের। ৫ম দিবসে আবার ও সোনা জয়। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল, অর্জুন সিংহ চিমা। এই ইভেন্টে ভারতের মোট ১৭৩৪ পয়েন্ট হয়। দ্বিতীয় স্থানে চিন ১৭৩৩ পয়েন্ট রুপো জিতেছে। তৃতীয় স্থানে ১৭৩০ পয়েন্টে ব্রোঞ্জ জিতল ভিয়েতনাম। উল্লেখ্য, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারত ২৪টি পদক জিতেছে। ঝুলিতে রয়েছে ৬ টি সোনা, ৮ টি রুপো ও ১০ টি ব্রোঞ্জ।