”পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আজ মাগুরায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মাগুরা জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আকতার ও স্থানীয় নেতৃবৃন্দ। বর্ণাঢ্য র্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।