উৎসবের আবহে ছড়াল বিষাদ। গণেশ বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু হল ৪ জনের। আশংকাজনক ২ জন। পুলিশ সূত্রে প্রকাশ, ১০ দিন ব্যাপী উৎসব শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় গণেশ বিসর্জন হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া জেলার নিরাওয়াল বিদানিয়া গ্রামে। গণেশ বিসর্জনে সামিল ছিলেন একদল কিশোর -কিশোরী।
এদিন বিসর্জনের সময় আচমকা ৭ জন জলে ডুবে যায়। তাদের মধ্যে ৩ জন কিশোরী ছিল। স্থানীয়রা কোনও মতে ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকি ৪ জন ডুবে যায়।
পুলিশ জানিয়েছে, ৩ জনকে উদ্ধার করা হলেও ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তাদের গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....