বেতন-ভাতা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার লাকসাম মডেল কলেজের শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধরে অংশ নেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়াও বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, কমিটি গঠন দ্বন্দ্বের কারণে গত ১৬ মাস ধরে কলেজের ২৫ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে, যে কারণে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে।
বেতন-ভাতা খুলে দেওয়ার দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে ধারে ধারে ঘুরছে শিক্ষক-কর্মচারীরা। এতে কোনো কাজ না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটন, অধ্যাপক বাহারুল আলম, আব্দুল আউয়াল, ওমর খসরু, মো. মহসিন, মাইনুদ্দিন ভূঁইয়া, আশফাকুজ্জামান, শামীম উল্লাহ, সালমা চৌধুরী, মরিয়ম বেগমসহ আরও অনেকে।