নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের খালেক পেট্রোল পাম্পের পূর্ব দিকে জুম্মাপাড়া হয়ে দেওয়ানীপাড়া সড়কটি ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনদিন ধরে এই অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের।
এলাকার স্কুল শিক্ষক শফিকুল ইসলাম হিরো বলেন, সৈয়দপুর হচ্ছে প্রথম শ্রেণীর একটি পৌরসভা। আমাদের এলাকার এই রাস্তার বেহাল অবস্থা। এলাকার অধিকাংশ মানুষ স্কুল কলেজ অফিস তথা শহরমুখি। তাই তারা রাস্তা ভেঙে যাওয়ায় তাঁদের যানবাহন নিয়ে যাতায়াতে চরম সমস্যায় পোহাতে হচ্ছে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে বৃষ্টির পানির কারণে রাস্তাটি ভেঙে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাছাড়া পুরো রাস্তা এবড়ো থেবড়ো হয়ে পড়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তাটি দিয়ে যাওয়ার সময় ভাঙন কবলিত অংশ ভ্যান বা রিকশা থেকে নেমে হেঁটে পার হচ্ছে যাত্রীরা। কোনো যানবাহন চলতে পারছে না।
এলাকার এনামুল কবির মীর বলেন, ‘কদিন ধরে রাস্তা কোনা বৃষ্টির পানিত ভাঙি গেছে। গাড়িঘোড়া নিয়ে পারাপার হবার পাচ্ছি না। হাটাও যায়ছেনা। রাস্তা ঠিক করা দূরের কথা মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধি, প্রশাসন কাহো খোঁজখবর পর্যন্ত নিচ্ছে না।
এব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারনে তাঁর মন্তব্য নেয়া সম্ভব হয়নি। পৌর সচিব ও নির্বাহী প্রকৌশলীও কোন মন্তব্য করতে রাজি হননি।