পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর কনসাল্টিং ফার্ম এ্যাসোসিয়েশনের পুর্নমিলনী ও গ্রান্ড রিসিপসন প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের আয়োজনে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত অধিদফতর রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুল গফ্ফার, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ আখতারুল করীম প্রামানিক, বি.সি (বিল্ডিং কন্সট্রাকশন) নকশা অনুমোদন কমিটি রংপুরের সাবেক সদস্য মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাফিউল ইসলাম শফি।
এছাড়াও অনুষ্ঠানে পৃষ্টপোষক ও সহযোগি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
অনষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত শেষে কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।