বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ৮৬ রানে জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউরা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড।
সফরকারী নিউজিল্যান্ড তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস বিশ্রামে আছেন। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডেতে দলে ফিরেছেন। এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আগের দুই ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও আজকের ম্যাচে আকাশ পরিষ্কার রয়েছে। তাই সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হয়েছে ম্যাচটি।