দ্রব্যমূল্য রোজ বাড়ছে পাল্লা দিয়ে
বাটপাররা আছে তবু গোস্ত ঘিয়ে।
মাছ মসলা যায়না ছোঁয়া হাত পুড়ে যায়
আমজনতা সারাবছর খুব অসহায়।।
মাটন চিকেন বাদ দিয়েছি অনেক আগে
আলুভাজিও জুটছে না আর আমার ভাগে।
ডিম ডালডার দাম শুনলেই মাথা ঘুরে
সিন্ডিকেট টানছে ভালোই বছর জুড়ে।।
আদা রসুন পেঁয়াজ এখন বড়বাবু
ভোক্তা এখন নেই স্ট্রং ভীষণ কাবু।।
৮০ হাজার বাজার আছে সারা দেশে
দুচ্চারটাই হয় অভিযান অফিস ঘেঁষে।
এই কারণেই ব্যবসাদারদের গুটি লাল
রোজ উঠছে আমজনতার পিঠের ছাল।
হরেকরকম মন্ত্রী আছে দপ্তরে আর খাতায়
আম আদমীর পায়ের ঘাম উঠছে তবু মাথায়।
এইভাবে কী চলতে পারে কৃষি প্রধান দেশ
ভোটের আগেই চাই সমাধান প্রিয় বাংলাদেশ।।
রচনাকাল: ২৩/০৯/২০২৩
রোজ: শনিবার, রাত: ১২ টা ৪৫ মিনিট।।
এ জাতীয় আরো খবর ....